ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বান্ডেল ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং এ সহায়তার জন্য সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(ডিসি/এসপি/জুলাই ২৩, ২০২৫)