মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : চট্রগ্রামে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হওয়া নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মানবিক সহায়তা প্রদান করেছেন।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়নে নিহত শ্রমিকদের বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

নিহত শ্রমিকরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী।

সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমন নিহত শ্রমিকদের পরিবারের হাতে মো. শাহজাহানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাধারণ নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান প্রমুখ।

এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ জানান, “এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। যারা শ্রম দিয়ে দেশ গড়ার কাজ করে, তাদের জীবনের ক্ষতির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” বিএনপি নেতা মো. শাহজাহানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

নিহত শ্রমিকদের পরিবারে বইছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের কিছুটা হলেও ভরসা দিয়েছে, তবে তারা আরো বলেন নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে দায়িত্বশীল নজরদারির ব্যবস্থা হোক।

উল্লেখ্য, গত সপ্তাহে চট্রগ্রামে বহুতল একটি ভবন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ৯তলা থেকে পড়ে ঘটনাস্থলেই এই ৩ জন শ্রমিক নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(আইইউএস/এএস/জুলাই ২৪, ২০২৫)