‘তিনটা রাত কীভাবে পার করেছি আমি শুধু জানি’

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী পরীমনি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় র্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু গত তিন রাত কাটিয়েছেন খুবই অস্বস্তিতে।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা পরীমনি লিখেছেন তার ফেসবুক পেজে। তিনি লিখেছেন, 'প্যানিক অ্যাটাক মোটেও কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করেছি আমি শুধু জানি।'
এই পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য চিকৎসকদের ধন্যবাদ জানান পরীমনি। তিনি লিখেছেন, 'আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে ! আমি জানি না…আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভাল থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।'
ঠিক কী ঘটেছিল? পরীমনির ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, সোমবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে রাতেই ভর্তি হন হাসপাতালে।
আরও পড়ুন হাসপাতালে ছেলেকে বুকে জড়িয়ে আবেগী পরীমনি প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পরীমনি
মঙ্গলবার দুপুরে পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন হাসপাতালে ছেলেকে বুকে জড়িয়ে আবেগী পরীমনি প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পরীমনি
দীর্ঘদিন ধরে পরীমনির নতুন কোনো ছবির শুটিংয়ের খবর নেই। তবে এ মাসের শেষ দিকে চুক্তি হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন পরীমনি। এদিকে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, কারিগরি ইস্যুতে এ মাসে ছবিটির শুটিং করা সম্ভব নয়।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৫)