‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট’

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের পাইলটসহ ৩০ জনের বেশি নিহত হয়েছে। দেশজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মাইলস্টোনের দুর্ঘটনায় অভিযোগ উঠেছে, নিহতদের লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার। অন্যদিকে সরকার বলছে, এ কথা সঠিক নয়। সরকার কোনো তথ্যই গোপন করছে না। কেউ কেউ বলছেন লাশের সংখ্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে।
মাইলস্টোনের দুর্ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন চোখ রাখাই যাচ্ছে না। টাইমলাইনজুড়ে পোড়া স্কুলের বীভৎস ও লাশের ছবি এবং ভিডিওর ছড়াছড়ি।
ইউটিউবার, টিকটকাররা কনটেন্ট তৈরির জন্য হাসপাতালগুলোতে ছুটছেন। ফলে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটি নিয়ে সবাই চিন্তিত।
চিত্রনায়ক ওমর সানীও মাইলস্টোনের দুর্ঘটনা প্রসঙ্গে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান। আপনাকে আমাকে শুধু ডাকে।’
ওমর সানীর এ স্ট্যাটাসকে তার অনুরাগীরা সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য লিখেছেন। মুনজুর রহমান নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আর একশ্রেণির মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী।’
শাকিব পারভেজ নামের একজন লিখেছেন, ‘রাজনীতিতে জয়ী হওয়ার কয়েকটি পেয়েন্টের ভিতরে লাশের রাজনীতি হলো মূল, কারণ এই লাশের রাজনীতি দিয়ে প্রত্যেক রাজনীতিবিদ তার রাজনীতি/ বা ক্ষমতার ভিত্তি শক্ত করেছেন ভাই।’
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৫)