গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির পচা-গলা লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বুকে বস্তাবাধা পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে পুলিশ ওই নদীর সদর উপজেলার চরমানিকদাহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো: আইয়ুব হোসেন মরদেহ উদ্ধারের তথ্য জানিয়ে বলেন, এদিন সকালে মধুমতি নদীতে লাশ ভেসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করি । এসময় মরদেহের মাথা ও হাত-পায়ের অংশ বিশেষ পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, ধারনা করা হচ্ছে এটি ১ মাস আগের মরদেহ। বুকে বস্তা বেধেঁ নদীতে ভাসিয়ে দেওয়া হয় ।বস্তা পঁচে যাওয়ায় মরদেহ ভেসে উঠেছে। এখন এটি পুরুষ না মহিলার মরদেহ তাও বুঝার উপায় নেই। মরদেহ পচে গলে গেছে।
(টিবি/এএস/জুলাই ২৪, ২০২৫)