ঈশ্বরগঞ্জে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্র্ভূক্ত করার দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৭০টি প্রতিষ্ঠানে বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশনের কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষার্থীরা জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ আমাদের অধিকার।
ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সোহেল বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশ ব্যাপি আমরা মানববন্ধন পালন করছি। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ আমাদের দাবী নয় এটা আমাদের শিক্ষার্থীদের অধিকার। ১৭ জুলাই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। এই বৈষম্য মানা যায় না। তারা জানান ঈশ^রগঞ্জে প্রায় ৭ হাজার শিক্ষার্থী এই প্রজ্ঞাপনের ফলে বঞ্চিত হবে।
(এন/এসপি/জুলাই ২৪, ২০২৫)