আল-আমিন মিয়া, মৌলভীবাজার : শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই মোহাম্মদ সোহেল রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়কে নিরাপত্তা, ট্রাফিক নিয়মকানুন, এবং সচেতন পথচারী হওয়ার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য আল-আমিন মিয়া ও মোঃ শরিফ মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা।

(এএ/এসপি/জুলাই ২৪, ২০২৫)