রূপক মুখার্জি, নড়াইল : বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রথিতযশা আইনজীবী নিতাই রায় চৌধুরী লোহাগড়ায় সংক্ষিপ্ত সফর করেছেন।  

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ায় আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

এ সময় তিনি লোহাগড়ার কৃতি সন্তান, ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ এর শহরের কুন্দশী এলাকার বাড়িতে পৌঁছালে সেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানের পর তিনি নড়াইলের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান আইনজীবী নিতাই রায় চৌধুরী বলেন, জাতি আজ একটি জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। যথাসময়ে নির্বাচন হবে-এ আশাবাদ ব্যক্ত করে তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো : মশিউর রহমান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, জেলা জাতীয়তাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, এনপিপির স্হানীয় নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া সহ প্রমূখ।

(আরএম/এসপি/জুলাই ২৪, ২০২৫)