চাটমোহরে পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখতে পুকুর পাড়ে ভীড় জমায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
জানা গেছে, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাঝ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। এ সময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্নতত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে। প্রত্নতত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি।
(এসএইচ/এসপি/জুলাই ২৫, ২০২৫)