রাজবাড়ীতে গণধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে তরুণীকে গণধর্ষণের ঘটনার মূল হোতা মোহম্মদ রাজা (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার গজারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের মোহাম্মদ নিলুর ছেলে।
জানা গেছে, গত ২৮ মে তারিখ রাত সাড়ে সাতটার দিকে রাজা এক তরুণীকে ভালো খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে ফুঁসলিয়ে গোয়ালন্দ মোড়ে একটি রেস্তেরাঁয় নিয়ে যায়। তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি কলাবাগানে নিয়ে রাজা ও তার বন্ধু রিয়াজ তরুণীকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ২৯ মে তরুণী নিজে বাদী হয়ে রাজা ও রিয়াজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এর ভিত্তিতে র্যাব-১০ আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাজার অবস্থান শনাক্ত করার পর ফরিদপুর জেলার গজারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(আরআর/এসপি/জুলাই ২৫, ২০২৫)