দিলীপ চন্দ, ফরিদপুর : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সকল নিহতের স্মরণে ফরিদপুরে শোক র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার বেলা ১২টার দিকে মহিলা পরিষদের কার্যালয় থেকে শোক র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য সুফিয়া ইয়াসমিন লিপি। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিগমা আলিম ছন্দা, সদস্য সবিতা রাণী বিশ্বাস, ঝর্ণা কুন্ডু, আসমা বেগম, বাররা জাহান দ্রুতি ও প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।

বক্তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান। তারা প্রশ্ন তোলেন, “ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান প্রশিক্ষণ চালানো হলো?”

বক্তারা এ ঘটনায় সরকারের কাছে দ্রুত ও স্বচ্ছ তদন্ত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

(ডিসি/এএস/জুলাই ২৬, ২০২৫)