ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ১২ দুঃস্থ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

দিলীপ চন্দ, ফরিদপুর : চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ফরিদপুরের ১২ জন দুঃস্থ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছে তরুণদের সংগঠন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড। শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর সদরের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ ও সাহিত্যের ফেরিওয়ালা খ্যাত মো. আলতাফ হোসেন। তিনি বলেন, “মেধাবী হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করাও জরুরি। আজ যারা সম্মাননা পাচ্ছে, তাদের ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে।”
অনুষ্ঠানে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ওয়াহিদা খন্দকার, রাশেদুল মোল্লা ও ইশিতা খাতুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান,
প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা,বাকীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হাসানুর রহমান,
ড্রেসকোড এক্সেসোরিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর গিয়াস উদ্দিন খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকি এবং স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড-এর প্রতিষ্ঠাতা মো. সাহাদাত হোসেন।
অনুদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।
(ডিসি/এএস/জুলাই ২৬, ২০২৫)