গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে ও ঘাঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (ঘাঘর ইউনিয়ন বর্তমানে পৌরসভা)।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কোটালীপাড়া-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্যের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জ জেলা শহরে। আমার বাবা বোনের বাড়ি থেকে কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে কোটালীপাড়া গ্রামের বাড়ি আসছিলেন। বহনকারী ভ্যানটি মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্বপাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় আমার বাবা গুরুতর আহত হয়। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি রাতে মারা যান।

কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বড় দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এএস/জুলাই ২৬, ২০২৫)