সোনাতলায় জুলাই পুনর্জাগরণে নারী ও শিশুর সামাজিক সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়ালি) সামাজিক নিরাপত্তা,নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার সকাল ৯টায় বগুড়া সোনাতলা উপজেলা পরিষদ চত্বর হলরুমে (ভার্চুয়াল)মতবিনিময় সভার উদ্ভোধন করেন সমাজসেবা মন্ত্রাণালয়ের উপদেষ্টা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপদেষ্টা। উদ্বোধন শেষে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন দুই মন্ত্রণালয়ের উপদেষ্টারা।ফলে পুরো অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন হলরুমে উপস্থিত দর্শকের সারিতে বসা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী।
বক্তব্য শেষে উপদেষ্টার সাথে কন্ঠ মিলিয়ে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সকলে।
ভার্চুয়াল মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক,সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দ্বিতীয় ধাপে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক ও সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূর।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আশরাফুল ইসলাম।সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার রয়েল মিয়া, ইউনিয়ন সমাজকর্মী শামছুন্নাহার, মইনুদ্দিন, রাশিদুল ইসলাম, আতিকুর রহমান, আতিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ওমর ফারুক, লিমন ইসলাম, তৌহিদ ইসলামসহ সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সবুজ সাথী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা।
(বিএস/এএস/জুলাই ২৬, ২০২৫)