রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আজ শনিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমীর লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান।

পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিষয়ভিত্তিক গান এবং কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে প্রচারিত অনুষ্ঠান কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন হতে উপভোগ করা হয়।

(আরএম/এসপি/জুলাই ২৬, ২০২৫)