মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় সন্দেহভাজন আসামিকে ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে এক ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে। আহত এসআই ইসরাফিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)কে। হারুন-উর-রশিদ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে আটকে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে এমন সময় হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় ডিবি পুলিশ বাবা-ছেলেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী জানান,ওই পুলিশ সদস্যের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের (ওসি) মুরাদ হোসেন জানান, একটি মামলার সন্দেহভাজন আসামিকে ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

(এমজে/এসপি/জুলাই ২৬, ২০২৫)