মোটরসাইকেলে মিললো ৮১ পিস ইয়াবা
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : গ্রামবাসীর ধাওয়া খেয়ে পুলিশের তালিকাভুক্ত এক চিহ্নিত মাদক ব্যবসায়ী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যাবার পওে সেই মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশী করে ৮১ পিস ইয়াবাসহ ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রামস্থ ছালেবাগ নামক এলাকায়। এঘটনায় মাদক বিক্রেতা সোহেল সরদার (৩২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রদল নেতা এসএম মাসুদ রানা বলেন, ওই এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেলকে দেখে গ্রামবাসী ধাওয়া করে। একপর্যায়ে জনতার রোষানলে মাদক ব্যবসায়ী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার অসংখ্য নারী-পুরুষের উপস্থিতিতে মাদক বিক্রেতার ফেলে যাওয়া মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮১ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষনিক ভাবে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনকে অবহিত করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাদক বিক্রেতার ফেলে যাওয়া মোটরসাইকেলসহ উদ্ধারকৃত ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রেতা সোহেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
(টিবি/এসপি/জুলাই ২৬, ২০২৫)