আর্তনাদ

ফুল গুলো ঝরে গেলো
পাখিগুলো উড়ে গেলো আকাশে,
পরীগুলো ডানা মেলে
ভেসে বেড়ায় বাতাসে।

ভালো থেকো ফুল
ভালো থেকো পাখি
তোমাদের জন্য---
কাঁদে শুধু আঁখি।

আমাদের ফুল --পরী
আমাদের পাখি
তোমাদের পথ চেয়ে
শুধু বসে থাকি।