গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক 'আজব' শিশুর জন্ম হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় গাইবান্ধার কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোমে এই ব্যতিক্রমী শিশু পুত্র সন্তানের জন্ম দেন সাদুল্যাপুরের জামালপুর ইউনিয়নেট গয়েশপুর গ্রামের মোছাঃ জেসমিন। নবজাতক শিশুটির মুখ থাকলেও নাক নেই। সেই সাথে চোখও নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবজাতকের বাবা মোঃ সোলাইমান এবং মা মোছাঃ জেসমিন। শিশুটির জন্মের পর থেকেই তার দৈহিক গঠন নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে, বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এই 'আজব' শিশুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্লিনিকের সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই শিশুটিকে একনজর দেখতে ভিড় করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয়। নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে তার 'আজব' হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

(এসআর/এসপি/জুলাই ২৬, ২০২৫)