আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী অফিসারের ঐতিহাসিক মনসা মন্দির পরিদর্শন
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মধ্য যুগের প্রখ্যাত কবি, অমরকাব্য মনসা মঙ্গল এর রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহাসিক মনসা মন্দির পরিদর্শন করেছেন আগৈলঝাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার লিখন বণিক। ঐতিহাসিক মন্দির পরিদর্শন করে মন্দিরের মন্তব্য বহিতে স্বাক্ষর করেন তিনি। তিনি তার মন্তব্যে লেখেন -‘মনসা দেবীর আশীর্বাদধন্য এবং ঐতিহাসিক কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দিরে বৃষ্টি বিধৌত শ্রাবনের সকালে উপস্থিত হয়ে মায়ের আশির্বাদপুস্ট হয়ে ধন্য হলাম।
গত শুক্রবার বিকেলে মন্দির পরিদর্শনের সময় তিনি মন্দির কমিটির কাছ থেকে মন্দির প্রতিষ্ঠার ইতিহাস এবং মনসা মঙ্গল কাব্যরচনার স্মৃতিযুক্ত স্থান ঘুরে দেখেন।
গতকাল উপজেলার গৈলা গ্রামে তিনি মনসা মন্দির পরিদর্শন করে মনোরম পরিবেশ ও পতিলের দেব মনসারী মুর্তি দেখে ভূয়সী প্রশংসা করেন।
এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভিননন্দন জ্ঞাপন করে ফুলেল শুভেচ্ছাপ্রদান করেন।
মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আশীষ দাস গুপ্ত, গৈলা বাজার কীত্তর্ন ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ।
(এডিকে/এসপি/জুলাই ২৬, ২০২৫)