রাজৈরে মাদ্রাসা ছাত্রীকে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার রোড এ, আলোর দিশারী যুব সংগঠনের আয়োজনে, (২৭ জুলাই) রবিবার, সকাল ১০ টার সময়, কাশিমপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার কে নৃশংস ভাবে হত্যার নিরপেক্ষ তদন্ত ও সূষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আলোর দিশারী যুব সংগঠনের উপদেষ্টা, মোঃ নজরুল ইসলাম খান,আলোর দিশারী যুব সংগঠনের সাধারণ সম্পাদক, ওয়াহিদুর রহমান, আলোর দিশারী যুব সংগঠনের উপদেষ্টা, রফিকুল ইসলাম, কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মোহনা।
এছাড়াও মানব বন্ধন এ উপস্থিত ছিলেন, রাজৈর পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মোহাইমিনুল, জামায়াত নেতা ও বিশিষ্ট সাংবাদিক এবং আর মামুন কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,নারায়ন মন্ডল, এলাকার সুশীল সমাজের ব্যক্তি বর্গ , রাজনৈতিক নেতৃবৃন্দ ও কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র - ছাত্রী বৃন্দ।
বক্তারা বলেন, লামিয়া ১০ দিন যাবত নৃশংস ভাবে হত্যা হয়েছে, ও হত্যার তদন্ত ও বিচারের গতি থেমে গিয়েছে।। বক্তারা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলেন,আর বিলম্ব না করে , লামিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত সহ সুষ্ঠু বিচারের দাবি জানান।
(বিকেডি/এএস/জুলাই ২৭, ২০২৫)