ফরিদপুরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে আনুমানিক চার লক্ষ পঁয়ষাট্টি হাজার টাকা মূল্যমানের সাড়ে ১৫ কেজি গাঁজাসহ কামাল খান (৪৬) ও তসলিমা বেগম (৩৬) নামের মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৬ জুলাই) বিকাল সোয়া পাঁচটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা হতে মাদকসহ তাদের গ্রেপ্তার করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে, সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় চেক পোস্ট স্থাপন করে নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬০১) নামক বাস থামিয়ে তল্লাশিকালে আনুমানিক চার লক্ষ পঁয়ষাট্টি হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন তারা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. কামাল খান (৪৬), পিতা- মৃত তফসীর খান ও তাসলিমা বেগম (৩৬) স্বামী- মো. কামাল খান, উভয় সাং- বাহারা খানপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।
র্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা বেশ কিছুদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফাতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে সাতটি মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই) সকালে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন 'দৈনিক বাংলা ৭১'কে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে যথাযথ আইনে প্রক্রিয়ার মাধ্যমে আদালতের কাছে সোপর্দ করা হবে।
(আরআর/এএস/জুলাই ২৭, ২০২৫)