মহম্মদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গতকাল শনিবার রাতে প্রেসক্লাব মহম্মদপুর’র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এসময় তিনি সাংবাদিকদের পেশাগত একনিষ্ঠতা বজায় রেখে সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানান।

তিনি বলেন, "সাংবাদিকরা জাতির দর্পণ। মত-পথ নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে উন্নত সমাজ ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।"

তিনি মহম্মদপুরের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তা'র সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদ মিল্টন, দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তারা প্রমূখ।

এসময় প্রেসক্লাব মহম্মদপুরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/জুলাই ২৭, ২০২৫)