দিলীপ চন্দ, ফরিদপুর : ভক্তি, শ্রদ্ধা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ফরিদপুরে পালিত হতে যাচ্ছে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান। আগামীকাল সোমবার (২৮ জুলাই) ভোর ৫টা থেকে এই ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হবে গঙ্গাজল অর্পণ কমিটির উদ্যোগে।

অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরে গঙ্গাজল অর্পণের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিলটুলী স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির শ্রী শ্রী কৈলাশ ধাম শিব মন্দির (চক বাজার) শ্রী শ্রী গৌর গোপাল আঙ্গিনা শিব মন্দির, শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির, নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দির (রথখোলা)।

গঙ্গাজল অর্পণ অনুষ্ঠানের পর প্রতিটি মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা, পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে ফরিদপুর ছাড়াও আশপাশের জেলা থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট মন্দির ও সংগঠনগুলো।

(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০২৫)