নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর কমিটি গঠন
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফরিদপুর জেলা শাখার অধীনে নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌর কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কুমার করের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়।
মতবিনিময় সভায় নগরকান্দা ও সালথা উপজেলার পাশাপাশি নগরকান্দা পৌরসভায় পূজা উদযাপন ফ্রন্টের কার্যকর ও গতিশীল কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কুমার কর জানান, নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌরসভার পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং সামনের দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০২৫)