আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ পিতার নির্মম মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের ভাই দুলাল খান জানান, তার ভাই শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকুরী করতো। অবসরগ্রহণের পর বাড়িতেই থাকতেন। তার ভাতিজা শিমুল দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাঝে মধ্যেই মাদকের টাকা জন্য তার ভাই শাহ আলমকে মারধর করতো। রোববার দুপুরে মাদক ক্রয়ের টাকার জন্য পিতা শাহ আলমকে চাপ প্রয়োগ করে ছেলে শিমুল। সে (শাহ আলম) টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয় শিমুল। দুপুর দুইটার দিকে খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো শাহ আলম। পথিমধ্যে সিকদার বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে পিতা শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ঘাতক ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান, পারিবারিক দ্বন্দের জেরধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এরপরও প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।

(টিবি/এসপি/জুলাই ২৭, ২০২৫)