সুবর্ণচরে ঘর নির্মাণে হামলা ভাঙচুরের অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ঘর নির্মাণের সময় প্রতিপক্ষের হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ একজন আহত হয়।
গত বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচ্চপিয়া গ্রামে হাশেম মাষ্টারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোজিনা অভিযোগ করে বলেন, তার ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ করতে গেলে, দক্ষিন কচ্চপিয়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র মোঃ ইব্রাহিম খলিল (৬০) তার পুত্র আহসান উল্যাহ রুবেল (৩০) অজি উল্যাহ হাসান (৩৫), ইব্রাহিম খলিলের স্ত্রী জোহুরা (৫২), বেলালের পুত্র শাকিব (২৩), ইব্রাহিম খলিলের মেয়ের জামাই হারুন সহ অজ্ঞাত ৩/৪ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে আমার বাড়ীতে হামলা করে এবং নির্মাণাধীন ঘরের সকল মালামাল তচনচ করে পুকুরের ডোবায়, পুকুরে পেলে দেয়। এতে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করে এবং আমাদের মেস্ত্রী দক্ষিন ব্যাগ্যা গ্রামের দুলাল মিয়ার পুত্র রিফাত (২৬) কে কুপিয়ে আহত করে, আমাকে এবং আমার পুত্র বধুকে শ্লীলতাহানি করে। পরে অভিযুক্তরা আমাদের ঘরে প্রবেশ করে নদগ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি এ ঘটনার সু্ষ্ঠ বিচার চাই।
অভিযু্ক্ত ইব্রাহিম খলিল বলেন, আমাদের জায়গার ওপর ঘর নির্শান করতে গেলে আমার সেখানে বাঁধা দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মারধরের কোন ঘটনা ঘটেনি এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ মিথ্যা।
চরজব্বর থানার এস আই আশীষ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(এস/এসপি/জুলাই ২৭, ২০২৫)