সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আমরা শিশু আমরাও ছাত্র, তবে আমাদের প্রতি বৈষম্য কেন? বৃত্তি পরিক্ষায় আমরাও সুযোগ চাই। এ দাবিতে স্লোগানে স্লোগানে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা মুখরিত করে তোলে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন। শিশু শিক্ষার্থীদের দাবির সাথে একমত প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। 

আজ রবিবার সকালে নেত্রকোনা কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার ৯৬টি কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে কেন্দুয়া উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েসনের ব্যানারে এ কর্মসূচিতে শত শত শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করে। সবার দাবি একটাই প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারাও শিশু তারাও ছাত্র। কিন্ডার গার্টেন স্কুলে যারা লেখাপড়া করে তারাও শিশু তারাও ছাত্র। কিন্তু গত ১৭ জুলাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে দেয়। সরকারের এই আদেশ বাতিলের দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একখানি স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, আপনাদের এ দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েসন কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ খোকন, সহ সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ভূঞা, মহিলা বিষয়ক সম্পাদক মুছলেহা মাহমুদ, প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য লুৎফুর রহমান, সিদ্দিকুর রহমান ও ইয়াকুব আলী ভূঞা জুয়েল।

তারা বক্তব্যে বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের দাবি রাখে। কিন্তু গত ১৭ই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ বাতিল করে দেন।

তারা বলেন, আমরা সরকারের এই বৈষম্য মূলক আদেশ বাতিলের দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে এই আদেশ বাতিল না করা হলে বৃত্তি পরীক্ষার সুযোগের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

(এসবি/এসপি/জুলাই ২৭, ২০২৫)