স্পোর্টস ডেস্ক : সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে দিচ্ছে 'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫।' এই তালিকায় আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

আফঈদা খন্দকার প্রান্তি এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আরো একজন মনোনীত হয়েছেন। তিনি উছাই মং মারমা।

এ ছাড়া যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিন জন, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে দুইজন, দেশ প্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে দুইজন এবং জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা ক্যাটাগরিতে তিনজন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

যুবকল্যান তহবিল আইন-২০১৬ মোতাবেক সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৫)