রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর (৫) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, দুই ছেলেসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদ। এ মামলায় আরও ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) মামলাটি দায়ের করেছেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন।

মামলায় বলা হয়, ২০২১ সালের বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বহু কর্মী আহত হয়।

এ বিষয়ে সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এএস/জুলাই ২৭, ২০২৫)