ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাস চাপায় রুপন (৩২) নামে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি চরনিখলা গ্রামের রুহুল আমিনের ছেলে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক।

শনিবার সকালে সোয়া ১০টার দিকে রামগোপালপুর বাসষ্ট্যান্ডের ৫০০গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হন অপর আরোহী জাপা নেতা সুজন। মুমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চাপায় মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর ময়মনসিংহে জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশে যোগ দিতে রুপন ও সুজন ঈশ্বরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সাথে মুখোমুুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রুপন ঘটনাস্থলেই নিহত হন। এ দূর্ঘটনার পর প্রায় একঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিলো। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। রাস্তায় যানচলাচল এখন স্বাভাবিক।

(এসআইএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৪)