গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবিত) ১ হাজার ৯১ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান।
গোবিপ্রবি’র উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিপ্রবি’র উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের চরিত্র হরণের মাধ্যমে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেটা সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই বাংলাদেশ থেকে বেড়িয়ে আসার জন্য আমরা কিন্তু জীবন দিতে প্রস্তুত ছিলাম। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষ অকাতরে জীবন বিলিয়েছে। কিন্তু আবারও যদি আমরা এ পরিস্থিতিতে ফিরে যাই, তাহলে তাদের আত্মহুতি, তাদের রক্তদান, শুধুই বৃথা যাবে। আমি মনেকরি ক্লাসরুমে পরমত সহিষ্ণুতা চর্চা, অন্য মতকে সম্মান করা, সেটাই হচ্ছে শিক্ষার একটা বড় কাজ। শিক্ষকরা এগুলো মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। যাতে শিক্ষার্থীর মধ্যে এ গুনাবলী সৃষ্টি হয়। গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন একটা নিজস্ব চরিত্র তৈরি হয়। যারা এ বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারা যেন এক একজন নতুন একটি ব্রান্ড তৈরি করে।
পরে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের ৮শ’ মেধাবীর হাতে ২ হাজার করে এবং ২৯১ অসচ্ছল শিক্ষার্থীর হাতে ১৮শ করে বৃত্তির টাকা তুলে দেন অতিথিরা।
(টিবি/এসপি/জুলাই ২৮, ২০২৫)