আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপির এক গ্রুপের দুইপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় রক্তাক্ত জখম হওয়া ছাত্রদল নেতার ভাই বাদি হয়ে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৮ জুলাই) সকালে হামলার ঘটনায় লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উত্তর পালরদী গ্রামের আবুল হোসেন ডাক্তার বাদি হয়ে দায়ের করা অভিযোগে প্রধান আসামি করা হয়েছে, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানকে। অন্যান্য আসামিরা হলেন-ছাত্রদল নেতা জসিম শরীফ, জামান শরীফ, জুয়েল শরীফ ও হুমায়ুন পাইক। এছাড়া আরো ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আবুল হোসেন ডাক্তার তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, গৌরনদী বাসস্ট্যান্ডস্থ সরকারি অডিটোরিয়ামে গত ২৭ জুলাই দুপুরে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রস্তুতি সভা চলছিলো। ওইসময় সিনিয়র নেতাদের সাথে সৃষ্ট বিরোধের জেরধরে উপরোক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান আসামির হুকুমে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজান ডাক্তার এবং ছাত্রদল নেতা জসিম দর্জির ওপর হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রমজানকে কুপিয়ে ও জসিমকে পিটিয়ে আহত করে। এসময় তাদের সাথে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়। গুরুত্বর আহত মো. রমজানকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে এ হামলার প্রতিবাদে ২৭ জুলাই বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বক্তারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহবান করেছেন।

উল্লেখ্য, স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারিদের উদ্যোগে উপজেলা বিএনপির আয়োজনে আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের জন্য ২৭ জুলাই প্রস্তুতি সভা চলছিলো। ওইসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুকে রহস্যজনক কারণে দাওয়াত নেয়া হয়নি। দুপুর একটার দিকে প্রস্তুতি সভায় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়কের কাছে দাওয়াত না দেয়ার বিষয়টি জানতে চান বদিউজ্জামান মিন্টু। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে ছাত্রদল নেতা জসিম শরীফের নেতৃত্বে মিন্টু ও তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়।

এসময় জহির উদ্দিন স্বপন গ্রুপের নেতা মিন্টু ও হান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, খুব শীঘ্রই গঠণ করা হবে গৌরনদী উপজেলা বিএনপির নতুন কমিটি। আর ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী বদিউজ্জামান মিন্টু ও জহির সাজ্জাত হান্নান।

(টিবি/এসপি/জুলাই ২৮, ২০২৫)