কালীগঞ্জে নারিশ পোল্ট্রি খামারে ১২ হাজার মুরগির মৃত্যু, পরিবেশ দূষণে গ্রামবাসীর ক্ষোভ

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে অবস্থিত স্বনামধন্য “নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড” পরিচালিত একটি পোল্ট্রি খামারে প্রায় ১২ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১১ জুলাই ঘটে যাওয়া এই ঘটনার পর মৃত মুরগিগুলোর যথাযথ নিষ্পত্তি না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়, ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পড়েছে মারাত্মক প্রভাব।
এই পরিস্থিতিতে গতকাল সোমবার রাতেও ক্ষুব্ধ গ্রামবাসীরা উক্ত পোল্ট্রি খামার ঘেরাও করে। এর আগেও প্রায় প্রতিদিনই ক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী। তবুও প্রতিকার পাচ্ছেন না তারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, খামারটির চারপাশে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এবং গ্রামীণ পরিবেশ থাকা সত্ত্বেও পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা উপেক্ষা করে খামারটি পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা ১২ দিন ধরে দুর্গন্ধে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না।
একজন স্থানীয় বাসিন্দা মালেক বলেন, “শুধু দুর্গন্ধ নয়, শিশুদের ডায়রিয়া বেড়েছে। এতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”
গ্রামবাসীরা দাবি জানান, অবিলম্বে খামারে কর্মরত অধিকাংশ কর্মচারীকে সরিয়ে শুধু দুজন কর্মচারী রেখে খামারটি সাময়িকভাবে বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। এছাড়াও, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত যেন এর কার্যক্রম বন্ধ রাখা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিবেশবান্ধব ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা চাচ্ছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত করে সমস্যাটির একটি স্থায়ী সমাধান নিশ্চিত করুক।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট পদক্ষেপ দেখা যায়নি বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এই পরিস্থিতি কত দ্রুত সমাধান হবে, এখন সেটাই দেখার বিষয়।
(এসএস/এসপি/জুলাই ২৮, ২০২৫)