আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সম্পত্তির লোভে শ্বশুর বাড়িতে চারদিন আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্ত্রী মুন্নি বেগম ও তার ভাইদের বিরুদ্ধে। নির্যাতনকারীরা নগদ টাকা ছিনিয়ে নিয়ে সাদা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায় করে নিয়েছে। বিষয়টি জানতে পেরে নির্যাতিতর পরিবার ৯৯৯ নাম্বারে কল করার পর থানা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়েছে নির্যাতনের স্বীকার জাকির হোসেন গাজী।

সোমবার (২৮ জুলাই) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই শহীদুল ইসলাম বলেন, বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বিল্লাবাড়ি এলাকার নজের শিকদারের বাড়ি থেকে জাকিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্যাতনের স্বীকার জাকির হোসেন গাজী পূর্ব বিল্লবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আয়নাল গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। অভিযুক্তরা হলো-একই এলাকার মৃত নজের শিকদারের মেয়ে ও জাকির গাজীর স্ত্রী মুন্নি আক্তার, তার ভাই লিটু শিকদার, সুমন সিকদার ও সুজন শিকদার। জাকির হোসেনকে পুলিশ উদ্ধারের পর থেকে নিজ বাড়ি ছেড়ে নির্যাতনকারী অভিযুক্তরা আত্মগোপন করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকির হোসেন বলেন, গত চারদিন পূর্বে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর পরই আমার স্ত্রী মুন্নি বেগম ও শ্যালকরা আমাকে আটক করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে পৈত্রিকসূত্রে পাওয়া জমি তাদের নামে লিখে দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে। জাকির আরও বলেন, এতে আমি রাজি না হওয়ায় উল্লেখিতরা পিটিয়ে আমার পা ভেঙে দিয়েছে এবং কারেন্ট শক দিয়ে সাদা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়েছে।

অভিযোগের ব্যাপারে মুন্নি আক্তার ও তার ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা আত্মগোপনে থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

(টিবি/এসপি/জুলাই ২৮, ২০২৫)