কাপ্তাইয়ে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেল ২ শতাধিক রোগী

রিপন মারমা, রাঙ্গামাটি : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির ৩ ঘণ্টাব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় দেশের উপকূলীয় এলাকার চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে আজ সোমবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের, বিএন এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।
ক্যাম্পে উপস্থিত কাপ্তাই সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন,এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।
চিকিৎসা নিতে আসা হাসান আহমেদ বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করেছে।
মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন ও মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের, বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে গিয়ে তারা বলেন, কাপ্তাইয়ে এ সময় ২ শতাধিক রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন—চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথার মতো রোগের চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
(আরএম/এসপি/জুলাই ২৮, ২০২৫)