ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার গঙ্গাজল অর্পণ উৎসব উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ফরিদপুরে।
আজ সোমবার সকাল সাড়ে ৫টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন মন্দিরে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়।
গঙ্গাজল অর্পণ কমিটি, ফরিদপুর এর উদ্যোগে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, কৈলাশ ধাম শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির এবং রথখোলার নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হয়।
আচার অনুষ্ঠানের শুরুতে ভক্তবৃন্দ ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে কুমার নদীতে স্নান সম্পন্ন করেন এবং সেখানে বেদমন্ত্র পাঠ অনুষ্ঠিত হয়।
গঙ্গাজল অর্পণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরগুলোতে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।
এ ধর্মীয় উৎসব উপলক্ষে ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
(ডিসি/এসপি/জুলাই ২৮, ২০২৫)