আল-আমিন মিয়া, মৌলভীবাজার : পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

এ সময় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(এএএম/এসপি/জুলাই ২৮, ২০২৫)