শ্যামনগরে জমি উদ্ধার ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ভূমি দখলদার সাবেক সচিব সাইদুর রহমানের কবল থেকে পৈত্রিক জমি উদ্ধার এবং হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে জমির মালিকগণ।
আজ সোমবার সকালে উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর শাওন ফিস নামীয় মৎস্য প্রকল্পের সামনে রাস্তার ওপরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জমি মালিকদেও আয়োজিত মানববন্ধনে বক্তারা দাবি করেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় জড়ানোর পাশাপাশি সাবেক সচিব সাইদুর রহমান ও তার পেটুয়া বাহিনীর প্রধান ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তারা দুজন মিলে গত ১৫ দিনের ব্যবধানে চাঁদাবাজিসহ লুটপাটের অভিযোগে এনে জমির মালিক মধ্যে প্রায় ২৫৬ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে। আবু বাহিনীর লোকজন প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়ে জমির সামনে রাস্তার ওপর মহড়া দিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করছে।
এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে ৭০ বছরের বৃদ্ধ আব্দুল হামিদ কাঁদতে কাঁদতে বলেন, এখানে আমার কোন জমি নেই। তার পরেও আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হরিনগর গ্রামের আব্দুল জলিল দাবি করেন তার ১৫ বিঘা জমে রয়েছে। হারির টাকা গ্রহণ করে ইতিমধ্যে শাওন ফিসের মালিক সালাউদ্দিন শাওনকে উক্ত জমি ইজারা দিয়েছি। তারপর থেকে সাবেক সচিব সাইদুর রহমান ও আব্দুল কাইয়ুম আবু তাঁকে মারধর করার হুমকি দিচ্ছে। ইতিমধ্যে তিনটি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে।
মানববন্ধনে বক্তাদের দাবি, জমির ডিড শেষ হওয়ার পরেও জোর পূর্বক জমি দখল করে রেখে জমির মালিকদেরকে হয়রানি মূলক মামলা ও নানান ভাবে ভয় দেখানো হচ্ছে। নিজ জমি ফেরত ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, আব্দুল হালিম, শিবপদ মন্ডল, অনিনেশ আউলিয়া, সিদ্দিকুর রহমান, আব্দুল আলীম, আলম গাজী, মিরাজ হোসেন, সহজমির মালিকগণ উপস্থিত ছিলেন।
(আরকে/এসপি/জুলাই ২৮, ২০২৫)