গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে বাসচালক রফিকুল সিকদার ( ৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

আহতদের ফরিদপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বিশ্বম্ভরদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক রফিকুল সিকদার পটুয়াখালীর দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরের বিশ্বম্ভরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে বাসচালক রফিকুল সহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক বাসচালক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে বাস চালকের মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এএস/জুলাই ২৯, ২০২৫)