আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। এর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তীর্থযাত্রীরা গঙ্গার পানি নিয়ে ওই মন্দিরে শিবের পূজা করতে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তার কার্যালয় থেকে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৫)