ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) প্রবল বর্ষণের মধ্যে রেলগেট ট্রাফিক চত্বরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে শিক্ষক/শিক্ষিকা, অভিবাবক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী জেলা চাই আন্দোলনের আহব্বায়ক রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী প্রেসক্লবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সিনিয়র সাংবাদিক সেলিম আহমেদ, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজবাউল ইসলাম চমক প্রমূখ।

‎পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

(এসকেকে/এএস/জুলাই ২৯, ২০২৫)