ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জল (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়করে মহিউদ্দন সরদারের ছেলে বলে জানা গেছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ২০২৩ সালের ২১ অক্টোবর বাড়ীর মালিকের ছেলে আসামি সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায়। রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এই ঘটনায় শিশুটির বাবা মো. রুবেল বাদী হয়ে কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় প্রদান করেন।
(আরআর/এসপি/জুলাই ২৯, ২০২৫)