সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার সময় গৌরাঙ্গ মালো (২৬) নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(এএন/এসপি/জুলাই ২৯, ২০২৫)