ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : "এসো নিজেকে বদলাই, পৃথিবীকে বদলাই" প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক।
এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন।
(এসআই/এসপি/জুলাই ৩০, ২০২৫)