বিকাশ স্বর্ণকার, সোনাতলা : পারফরমেন্স বেজড গ্ৰ্যান্টস অফ সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কীম এসইডিপি এর আওতায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বগুড়ার সোনাতলা উপজেলায় ২০২২/২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা ও ক্রেষ্ট দেয়া হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রী ও ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুখান পুকুর উচ্চ বিদ্যালয়ের (২০২২) সালের এসএসসি উত্তীর্ণ ইশাত আক্তার, শিক্ষার্থীর অভিভাবক বাবুল আক্তার, সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ হাই, জাহানারাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক বিএনপি নেতা রুহুল আমিন রঞ্জু, সোনাতলা মহিলা কলেজের সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল, বয়ড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, জাহনারাবাদ আলিম মাদ্রাসার সভাপতি এম জেড ইসলাম, অনুষ্ঠান শুরুতেই কুরআন তেলাওয়াত করেন আঃ মোত্তালিব, গীতা থেকে পাঠ করেন সরকারি নাজির আখতার কলেজের ছাত্র বিয়ন কুমার।

(বিএস/এসপি/জুলাই ৩০, ২০২৫)