সাত উপাচার্যের অংশগ্রহণে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় একাডেমিক ভবনের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মোঃ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'শিক্ষা সমাপনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আতিয়ার রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষা জীবন শেষে মানেই সব কিছু শেষ নয়। নিজেকে জানতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান তৈরী করবে। কিন্তু এই ৫৫ বছরে আমরা বিশ্ববিদ্যালয় গুলোতে জ্ঞান তৈরী করতে পারিনি।এই শিক্ষার্থীদের দ্বারা এই জ্ঞান তৈরী হবে বলে আশা প্রকাশ করেন তারা।
(টিবি/এএস/জুলাই ৩১, ২০২৫)