আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের যথার্থপুরে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি আসার পথে আরবি হাতের লেখা শিখবে বলে ওই শিক্ষার্থীকে ঘরে নিয়ে গলায় চাকু ধরে ধর্ষণ করেছে প্রতিবেশী চাচা মো. ইমরান হোসেন। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) বিকেলে ধর্ষক ইমরান হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ওই শিশুশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। অভিযুক্ত ইমরান হোসেন ওই এলাকার মো. খোরশেদ আলমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ওই শিশু শিক্ষার্থী বাড়ির কাছে স্থানীয় একটি প্রাইমারি স্কুল থেকে বাড়ি আসছিল। ইমরান হোসেন ওই শিক্ষার্থীর কাছে আরবি হাতের লেখা শিখবে বলে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে দরজা বন্ধ করে গলায় চাকু ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে হাতমুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ইমরান।
স্থানীয়রা জানায়, ওই এলাকার উজ্জ্বল নামে এক তান্ত্রিক ধর্ষণের শিকার শিক্ষার্থীর পরিবারকে হুমকিধামকি দিচ্ছেন। স্থানীয়দের নিয়ে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছেন। মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করছেন।
এ বিষয়ে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক জানান, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক ইমরানকে গ্রেফতার করা হয়েছে।
(আরআর/এএস/জুলাই ৩১, ২০২৫)