রাজন্য রুহানি, জামালপুর : প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক, সময় টিভি ও আজকের পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর আলমের মা ফিরোজা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় জামালপুর পৌর শহরের কাচারিপাড়া জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমার নিজ গ্রামে জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ১১টার দিকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

প্রয়াত মো. শাহজাহান মিয়ার স্ত্রী ফিরোজা বেগম দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(আরআর/এএস/জুলাই ৩১, ২০২৫)