স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যশোর-৪ (বাঘারপাড়া,অভয়নগর ও বসুন্দিয়া) আসনে আগামী সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন এর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২৭ জুলাই যশোর জেলার বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে দলটির আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এই ঘোষণা দেন।

অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পেশাজীবী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল। এছাড়া তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ০৯ নং জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে। অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগ থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. (মাস্টার্স) সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। এছাড়া তিনি সরকারি মাদ্রাসা ই আলিয়া থেকে ইসলামী আইন শাস্ত্রের উপর কামিল (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।

দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি জবাবদিহিমূলক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি সকলের নিকট আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

(এসটি/এসপি/জুলাই ৩১, ২০২৫)